NEWSTV24
৩৯তম স্প্যান পদ্মা সেতুর ৩৯তম স্প্যান বসল, বাকি আর দুটি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ ২১:৩৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

৪১টি স্প্যানের মধ্যে ৩৯টি বসে পড়েছে পিলারে আর মাত্র ২টি স্প্যান বসলেই পুরো পদ্মা সেতু দৃশ্যমান হবে। গত ২১ নভেম্বর ৩৮তম স্প্যান বসানোর মাত্র ৫ দিনের মাথায় আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের মাঝপদ্মায় ১০ ও ১১ নম্বর পিলারের ওপর ৩৯তম (২-ডি) স্প্যান বসানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে পদ্মা সেতুর ৫ হাজার ৮৫০ মিটার বা ৫.৮৫ কিলোমিটার অবকাঠামো দৃৃশ্যমান হলো। এখন মাত্র ২টি স্প্যানে ৩০০ মিটার সেতুর অবকাঠামো দৃশ্যমান হতে বাকি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, গেলো অক্টোবরে সর্বোচ্চ ৪টি স্প্যান বসানো হয়। এরপর এ মাসে নভেম্বরেও তারই ধারাবাহিকতায় ৪টি স্প্যান বসানো সম্ভব হলো। চলতি মাসের ৬, ১২, ২১ ও ২৭ তারিখে এ ৪টি স্প্যান বসানো হয়েছে। বাকি ২টি স্প্যানের ৪০ তমটি (স্প্যান ২-ই) আগামী ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর এবং সর্বশেষ আগামী ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর ৪১ তম স্প্যান (স্প্যান ২-এফ) বসানোর পরিকল্পনা রয়েছে। সবকিছু অনুকূলে থাকলে ১০ অথবা সম্ভাব্য ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসেই দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতুর শতভাগ অবকাঠামো ৬ হাজার ১৫০ মিটার বা ৬.১৫ কিলোমিটার সেতু।

জানা গেছে, বর্তমানে মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি প্রায় ৯২ শতাংশ। আর পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৩ শতাংশ। মূল সেতুর কাজ শেষ করার জন্য সংশোধিত তারিখ নির্ধারিত আছে ২০২১ সালের ৩০ জুন। অন্যদিকে সেতুতে বসানো স্প্যানগুলোতে স্ল্যাব বসানোর কাজও দ্রুত এগিয়ে চলেছে। সেতুর ওপরের তলায় রোডওয়ে স্ল্যাব বসবে ২৯১৭টি। এরই মধ্যে এখন পর্যন্ত পদ্মা সেতুতে প্রায় ২১১৩টি রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন হয়েছে। নিচতলায় রেলওয়ে স্ল্যাব বসবে ২৯৫৯টি। এরই মধ্যে এখন পর্যন্ত ১৮০০ রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন হয়েছে।