NEWSTV24
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত শিগগিরই
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

করোনাভাইরাস মহামারীর এ সময় স্কুল-কলেজ কবে নাগাদ খোলা হবে এবং পরীক্ষা কবে হবে, সে সিদ্ধান্ত খুব শিগগিরই আসছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৫২ ভাষায় অনূদিত পিস অ্যান্ড হারমোনি শীর্ষক ১৬টি কাব্য সংকলনের মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।দীপু মনি সাংবাদিকদের আরও বলেন, স্কুল কবে খুলবে, পরীক্ষা কবে হবে, তা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিক সমাপনী ও জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল করা হলেও এখনো ঝুলে আছে এইচএসসি পরীক্ষা। কবে এ পরীক্ষা হবে তা এখনো জানা যায়নি।