NEWSTV24
এইচএসসি পরীক্ষা গ্রহণে প্রস্তুত মন্ত্রণালয়
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ ১৩:১৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

করোনাভাইরাস সংক্রমণের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা আটকে গেছে। গত ১ এপ্রিল এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বন্ধ হয়ে যাওয়া এ পরীক্ষা কবে হবে তা নিয়ে সংশয় থেকে গেছে। এইচএসসি পরীক্ষা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে জানিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গতকাল সাংবাদিকদের বলেন, কভিড-১৯-এর কারণে বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছি, স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য প্রয়োজনে সেন্টার বৃদ্ধির প্রস্তুতিও রয়েছে আমাদের। যখনই পরীক্ষার তারিখ ঠিক হবে, স্বাস্থ্যবিধি যেন যথাযথভাবে অনুসরণ করতে পারি, তা আমরা নিশ্চিত করব।সচিবালয়ে সচিব আরও বলেন,জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে আমরা যখনই সিদ্ধান্ত নেব, তখনই জানানো হবে। শুধু জেএসসি নয়, অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছেন তা পর্যালোচনা করে উপযুক্ত সময়ে ঘোষণা করব আমরা কী করতে যাচ্ছি। এইচএসসি ও জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে মাহবুব হোসেন বলেন,সিদ্ধান্ত হলে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। আর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কিনা, তা জানানো হবে ২৫ আগস্টের পর।