NEWSTV24
দেশে একদিনে মৃত্যু ২৮, শনাক্ত ২৭৭২
শুক্রবার, ৩১ জুলাই ২০২০ ২১:১২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২২ জন পুরুষ ও ৬ জন মহিলা এবং ১৩ জন ঢাকা বিভাগের ও বাকিরা অন্যান্য বিভাগের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ৩ হাজার ১১১ জনের। একই সময়ে নতুন করে আরও ২ হাজার ৭৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।বুলেটিনে জানানো হয়, দেশের গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ১৭০ জনের এবং ১২ হাজার ৬১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ১১ লাখ ৭৬ হাজার ৮০৯ জনের নমুনা পরীক্ষা করা হলো। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৬ জন। আর এখন পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৩৬ জন।বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।