এফডিসির ঘটনায় ডিপজল-মিশা সওদাগরের দুঃখ প্রকাশপ্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেনগরমের তীব্রতা কমাতে কী কাজ করেছেন, জানালেন হিট অফিসারবিনা ভোটে নির্বাচিত ৩৩ প্রার্থীসব ধরনের যাত্রীবাহী ট্রেনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে
No icon

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৪ দশমিক ৭৫ শতাংশ।শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৩৭ জন ঢাকা বিভাগের, ৪ জন ময়মনসিংহ বিভাগের, ৩৩ জন চট্টগ্রাম বিভাগের, ১৬ জন রাজশাহী বিভাগের, ৯ জন খুলনা বিভাগের, ১৩ জন বরিশাল বিভাগের এবং ৬ জন সিলেট বিভাগের।এর আগের ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছিল এবং ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৫ শতাংশ।এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৮ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩১২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়।